Wednesday, December 2, 2009

Computer Tips


আমি কম্পিউটার ইন্জিনিয়ার না! কিন্তু কম্পিউটার ব্যবহার করতে গিয়ে আমি নিচে উল্লেখিত কিছু ট্রিকস্ ব্যবহার করি, ফলে কম্পিউটার ভালৈ চলে! আপনারাও দেখতে পারেন! কাজে দিলে আওয়াজ দিয়েন!

কম্পিউটারের কর্মদক্ষতা বাড়ানোর জন্য নিচের কাজগুলি করুনঃ

অযাচিত সফ্টওয়্যার ইনস্টল করা থেকে বিরত থাকুন
কাজ শেষ হয়ে গেলে যে সব সফ্টওয়্যার আপাতত আর কেজে লাগবে
না, সেগুলি আনইনস্টল করুন
সপ্তাহে অন্তত একবার ডিক্স ডিফ্রাগমেন্ট করুন
রিলায়েবল একটি আপডেটেড এন্টিভাইরাস ইউজ করুন, একাধিক
এন্টিভাইরাস ইনস্টল করবেন না, পিসিকে স্লো করে দেয়
এটা ফলো করুনঃ folder option>view>hide protected
operating system file(
এটাকে uncheck করুন) এবার আপনার
পিসির যেকোন ড্রাইভে যান, এরপর দেখুন system volume
information
নামের একটা ফোল্ডার আছে, এর ভেতরে সবকিছু
ডিলিট করুন (শুধু change.log নামের ফাইল ছাড়া) এভাবে সব
ড্রাইভে একই কাজটি করুন এর ফলে পিসির সব ড্রাইভে অনেক
জায়গা খালি হবে
এবার যান>Start>run>লিখুন % temp% এরপর okতে ক্লিক
করুন! দেখবেন অনেক ফিলে এসেছে এগুলি ডিলিট করুন এতে
পিসির সিস্টেম ড্রাইভের জায়গা বাড়বে
এরপর windows/temp যান>এর ভেতরের সবকিছু ডিলিট
করুন
প্রত্যেক ড্রাইভে মিনিমাম ১৫% জায়গা খালি রাখুন, এতে পিসির
স্পিড বাড়বে
পিসিতে ডিক্স/ফ্লপি/পেন ড্রাইভ যাই add করুন না কেন, অবশ্যই
ওপেন করার আগে ভালো এন্টিভাইরাস দিয়ে চেক করে নেবেন
১০ আপনারা টুইন-আপ ইউটিলিটিজ ব্যবহার করতে পারেন এটাও ভালো!

আশা করি এটা আপনাদের কাজে লাগবে.....................
ab¨ev` -

Thursday, October 29, 2009

Thursday, October 15, 2009

Tuesday, October 13, 2009