Monday, August 9, 2010

SMS Alert From Google

You can get sms alert from Google Calendar Service. For enjoying this offer you have to a valid email from Google. Sign in Calender . Then Setup your choice of notification. Such as Islamic,Weather, Country Information. Then setup Mobile option. After mobile number vitrification you 'll get sms from Google  at your phone.







Setup Process:
1. General Seeting
2. Calenders
3. Mobile Setup
4. Labs




































Saturday, August 7, 2010

Wonderful Home Design

Everybody loves their home. Wants to beautify their home. Creative People like create ideas. By seeing my collection, you can get your primary idea.

Sunday, August 1, 2010

Free call from Internet to Mobile Phone

ইন্টারনেট থেকে বিনামূল্যে call এবং sms করার অনেক ওয়েব সাইট আছে।এমন একটি সাইট হচ্ছে www.dcalling.com.এখান থেকে আপনি বিনামূল্যে এসএমএস এবং কল করতে পারবেন। এজন্য register for free -এ গিয়ে রেজিস্ট্রেশন করে নিন। তাহলে আপনার মেইলে একটি একটিভিশন পাঠানো হবে। এখন ঐ লিংকে ক্লিক করে একাউন্ট একটিভ করুন এবং লগইন করুন।
এখন মোবাইল নম্বর ভেরিফিকেশন করার জন্য SMS মেনু থেকে SMS এ ক্লিক করুন।এখন আপনার মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে Verification -এ ক্লিক করুন। এবার CALLER ID অংশে আপনার মোবাইল নম্বর (দেশের কোড ছাড়া) লিখে ADD NEW CALLERID -এ ক্লিক করুন। এরপরে VERIFY NOW বাটনে ক্লিক করে CALL ME NOW বাটনে ক্লিক করলেই আপনার মোবাইলে একটি কল আসবে।সবশেষে প্রদর্শিত ভেরিফিকেশন কোড টাইপ করে ভেরিফিকেশন সমম্পন্ন করুন।
এবার এসএমএস করতে SMS মেনু থেকে SMS এ ক্লিক করুন এবং SMS option: এ Free SMS নির্বাচন করে এসএমএস করুন। এভাবে আপনি প্রতিদিন ৫ টি করে sms send করতে পারবেন।
আর কল করার জন্য TELEPHONE মেনু থেকে WEB-CALLBACK এ ক্লিক করে ৮ মিনিট কল করুন বিশ্বের যেকোন প্রান্তে।

Attach any format file from GMAIL

জিমেইলে কোন ফাইল পাঠাতে বা ডাউলোড করতে চাইালে একটু হিসাব করতে হয়। কারন জিমইলে .exe, .dll, .ocx, .com .bat ফরম্যাটের ফাইলগুলো সেন্ড (এট্যাচ করা) বা মেইলে আসা এইসব ফরম্যাটের ফাইল ডাউনলোড করতে দেয় না। কিন্তু জিমেইল অনান্য ফরম্যাট যেমন, zip, .tar, .tgz, .taz, .gz .rar পাঠাতে বা ডাউনলোড করতে দেয়। আর zip এর ভিতরে exe বা উপরোক্ত ফরম্যাটের ফাইল থাকলে সেগুলোও তা সেন্ড বা ডাউনলোড করা যায়না। তবে একটু চালাকি করলে এসব ফাইলও পাঠানো যায়।
আপনি যে ফাইলটি মেইল করতে চান সেটি যদি setup.exe ফাইল হয় তাহলে এক্সটেনশন রিনেম করে setup.exe.remove করে সেন্ড করুন। প্রাপক শুধু .remove মুছে ফেলবে তাহলে মূল ফাইল হয়ে যাবে। আর এ্যাপলিকেশন ফাইল যদি বেশী হয় তাহলে সেগুলো জিপ করে zip এক্সটেনশন রিনেম করে মেইল করতে পারেন। আর যদি .rar ফরম্যাটে জিপ করেন তাহলেতো কোন সমস্যায় নেই।

Make Icon with your own image

উইন্ডোজের একঘেয়ে আইকন দেখে বিরক্ত হয়ে গেছেন ? ইচ্ছে করছে নিজের ছবি দিয়ে আইকন বানাতে ? তাহলে আপনার দরকার ‘ইমেজ আইকন’ নামের একটি সফটওয়্যার।মাত্র ১.০১ মেগার এই সফটওয়্যারটি http://ziddu.com/download/9779577/Imagicon-www.biggani.tk.exe.html থেকে ডাওনলোড করে নিন।

সফটওয়্যারটির ব্যবহারবিধিও খুব সহজ।আপনাকে তেমন কিছু করতে হবে না।শুধু যে ছবিটির আইকন তৈরী করতে চান সেটি মাউস দিয়ে ড্রাগ করে ‘ইমেজ আইকন’এর উপর ছেড়ে দিন।তাহলেই স্বয়ংক্রীয়ভাবে আইকন তৈরী হয়ে যাবে।

ক্যাস্পারস্কী trial versionকে বানিয়ে ফেলুন full version

ক্যাস্পারস্কী সবচেয়ে কাজের এন্টিভাইরাস সফটওয়্যার ভাইরাস এটা সবাই জানেন।কিন্তু এটি ব্যবহার করতে হলে আপনাকে যথেষ্ট পয়সা খরচ করতে হয়।তবে একটু মাথা খাটালেই আপনি বিনা পয়সায় এর সব সুবিধাসহ ট্রাইল ভার্সন (৩০ দিনের জন্য) ব্যবহার করতে পারেন। ট্রায়াল ভার্সন মেয়াদ বৃদ্ধি করবে এ রকম একটি সফটওয়্যারের কথাই বলবো। সফটওয়্যারটি http://www.mediafire.com/download.php?dnziywgnzgm থেকে ডাউনলোড করে নিন। এরপর যা করতে হবে:

১. আপনার পিসির টাস্কবার থেকে ক্যাস্পারস্কী আইকনের উপর ক্লিক করে settings এ ক্লিক করুন।
২. বামদিকে অপশন এ ক্লিক করে ডানদিকে Enable Self-Defense টিক চিহ্ন উঠিয়ে দিন।
৩. ডাউনলোড করা Kaspersky Trial Re-setter এ ডাবল ক্লিক করে ওপেন করুন।
৪. Install বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ পর কম্পিউটার রিস্টার্ট চাইবে। Yes বাটনে ক্লিক করে রিস্টার্ট করুন ।
৫. পুনরায় পিসি চালু হবার পর টাস্কবারের ক্যাস্পারস্কী আইকনে ক্লিক করুন এবং এটি License এ ক্লিক করে Active New License এ ক্লিক করুন।
সবশেষে ইন্টারনেট সংযোগ দিয়ে Activate Beta License ক্লিক করুন।
আপনার কাজ শেষ।এভাবে ট্রায়াল ভার্সনকে ফুল ভার্সন হিসেবে ব্যবহার করুন key সংগ্রহ না করেই।

How hidden file from Pendrive, Memorey Card

পেনড্রাইভ/মেমোরি কার্ডে কোন ফাইল দেখা যাচ্ছে না কিন্তু জায়গা দখল করে আছে,তাহলে কি করবেন ?
পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় ভাইরাসের কারনে সব সুপার হিডেন হয়ে যায়। ফলে ফাইল বা ফোল্ডার দেখা যায় না কিন্তু জায়গা ঠিকই দখল করে রাখে।এতে অনেকে ভাবে ভাইরাসের কারনে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে। আসলে ফাইলগুলো যেখানে যেভাবে ছিল সেভাবেই আছে শুধু ভাইরেসের কারনে এগুলো দেখা যাচ্ছে না। এছাড়াও এই ফোল্ডার গুলোর নামে EXE ফাইল তৈরী হয়, এগুলোকে ডিলিট করে দিতে হবে।আজকে আপনদের এই সমস্যার একটি কার্যকর সমাধান দেবো।
এরকম সমস্যা হলে প্রথমে run এ গিয়ে cmd লিখেenter চাপুন। এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর(যেমন I: , J:, K: ) টাইপ করুন।এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-
attrib -s -r -h -a /s /d

আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এতেই।
ঐ কমান্ডগুলোর অর্থটাও বুঝে নিন-
এখানে attrib মানে attribute এর সংক্ষিপ্ত রুপ।
s = system file or super hidden
r = read only
h = hidden
a = archive
/d = directory
/s = sub directory

Saturday, July 24, 2010

V-ray for Architecture, 3d max, 3d View & Other Software

 I want to render like 3d max for architecture, design it's best to use v-ray. Now im giving you the link for following,

1. V Ray
2. kegen File

You can render smoothly, control your visualization at your finger. try it. Make Realistic Perspective View. 

Monday, July 19, 2010

Free E-Book at bangla language

dear friend,
Book is knowledge.Knowledge is power. I'm giving you a true link. copy & paste the link in your browser. Then by following the link download the pdf format book.

Jul-van

http://www.filefactory.com/file/b29d723/n/part_1_0.pdf
http://www.filefactory.com/file/b29d716/n/part_2.pdf

The_Architectural_History_of_Canterbury_Cathedral

http://www.filefactory.com/file/b29d83e/n/1904799043.pdf

Humayun-Ahmed

1.http://www.filefactory.com/file/b29gda4/n/Kakaoyer_Deshe.pdf

2.http://www.filefactory.com/file/b29gc1e/n/Mishir-Alir-Omimangshito-Rohossho-by-Humayun-Ahmed-1.pdf

3.http://www.filefactory.com/file/b29gbdc/n/Akash_Jora_Megh_By_Humayun_Ahmed.pdf

4.http://www.filefactory.com/file/b2a018g/n/Ami_Ebong_Amra_by_Humayun_Ahmed.PDF

5.http://www.filefactory.com/file/b2a01d7/n/MADHUNISHA_by_Julian_Siddiqi.pdf

6http://www.filefactory.com/file/b2a0237/n/Sajghor_by_Humayun_Ahmed.pdf

Other

http://www.filefactory.com/file/b29hhg0/n/3Stories.pdf

http://www.filefactory.com/file/b2a011d/n/Asimov.pdf

http://www.filefactory.com/file/b2a0107/n/Nasto_Samoy.pdf

http://www.filefactory.com/file/b2a0174/n/Bashor.pdf

http://www.filefactory.com/file/b2a015d/n/Gopone_by_Imdadul_Haque_Milon.PDF

http://www.filefactory.com/file/b2a01b0/n/Fele_Asha_Golpo_Joto.Pdf

http://www.filefactory.com/file/b2a01d7/n/MADHUNISHA_by_Julian_Siddiqi.pdf

http://www.filefactory.com/file/b2a01d7/n/MADHUNISHA_by_Julian_Siddiqi.pdf

How to type rapidly

None but everybody want to type fast to fastest. Simply you cannot archive accuracy & speed in short time. For this matter’s, many software has been invented. From many of them, I like Rapid Typing Tutor.
It’s easy & hassle free. You can try it.
Rapid Typing Tutor
http://www.filefactory.com/file/b29gc35/n/RapidTyping_Setup_2.9.9.exe

Sunday, July 18, 2010

free bangla e book, pdf book web site address

Dear,
Want to read bangla book in digital e book reader, PC, mobile phone. I can give you some free bangla e book, pdf book web site address. I think you can find out your desire book.Please download the list. Link is given below.

http://www.filefactory.com/file/b29d53h/n/Debi_By_Humayun_Ahmed.pdf

http://www.filefactory.com/file/b29d593/n/EssentialSoftware.pdf

http://www.filefactory.com/file/b29d5bf/n/TipsTroubleshooting.pdf

http://www.filefactory.com/file/b29d657/n/Nishad-by-Humayun-Ahmed.pdf

http://www.filefactory.com/file/b29d5b5/n/Bangla.pdf

http://www.filefactory.com/file/b29d5bc/n/E_hide-disk-drive-for-privacy.pdf

http://www.filefactory.com/file/b29d5bb/n/Electronic.pdf

Download & Enjoy It ...............

free e book, pdf book web site address

Dear,
Want to read book in digital e book reader, PC, mobile phone. I can give you some free e book, pdf book web site address. I think you can find out your desire book.Please download the list. Link is given below.

http://www.filefactory.com/file/b29d4bc/n/Ebook_-_List_of_Ebook_Sites.pdf

free ebook, pdf book web site address

Dear,
Want to read book in digital e book reader, PC, mobile phone. I can give you some free e book, pdf book web site address. I think you can find out your desire book.Please download the list. Link is given below.

Monday, July 12, 2010

Architecture Web Sites General Sources

Architecture Web Sites
General Sources

AIAOnline
Architectural Record: The resource for architecture and architects
architecturecafe - home
Architecture News - Archibot.com
Archpedia.com - Your guide to world famous architects and their architecture.
Architext Links
Dissertations Underway on Architectural History
How to Research Architecture
Research Materials for Architecture & the Built Environment Located in Metropolitan Washington, D.C.
Art & Architecture Thesaurus (Research at the Getty)
architectural terms
Center for Theory and History of Architecture
Culture 4.0 -- WWW Resources
The Vernacular Architecture Forum Bibliography
Women and Architecture
Yahoo! Groups : ArchVoices Links
About Architecture and Home Design and House Building
alambina: Architects, Practices and Projects [A - Z]
a.n.a.r.c.h.i.t.e.c.t.o.n .:[ architecture | design | web ]:.
Archetours, Inc. - travel
@rchi-tec - energiesparende Architektur mit neuen Medien
ArchiNET - The South African Architecture Network
A & I - Architettura & Ingegneria homepage
a - n o d e | technology for architects and artists
Arch'India Online - The Indian Architectural Resource Guide
ArchiNed - De architectuursite van Nederland
Architect Africa Online - South Africa
Architectural Links of Interest
The Architecture Hate Page - Welcome!
Architecture Through the Ages
ArchitectsOnline:Architectural Links
Architects On Line
Architecture Resources on the Internet
Architecture - the Mining Co. links
Architecture Web Resources
ArchiWorld
ARCspace - World Architecture
ARQ.cl - Architecture in Chile
Arquitectura Mexicana / Mexican Architecture
Architettura nel mondo - architecture in the world -- link list
Buildzone netchannels- India's building Industry portal
Centre for Advanced Studies in Architecture - Bath, England
Center for Theory and History of Architecture
Construction, Building, Architecture: Image and Photo Resources
Cupola's Hot Links - Architectural Listings
Cyburbia - The Planning and Architecture Internet Resource Center - formerly PAIRC; a comprehensive resource
Cyberplaces Web Site - The Internet Guide for Architects, Engineers & Contractors
Death by Architecture
db - deutsche bauzeitung
Deutschlands Architektur
Edinburgh Architecture Edinburgh Architects Contemporary Architecture
F.A.T. (Fashion Architecture Taste)
Great Buildings and Structures
Great Buildings Online - Master Buildings List
Great Structures of the World
Horus's Architecture links
Inside Architecture Homepage
kyrie's architecture page
MoMA | collection | architecture and design
National Building Museum, Washington, D.C.
NAV Internet Architekt Links - Belgian
Nerd World : ARCHITECTURE
noticias >> arquitectura :: arte :: diseño
Ordine degli Architetti di Roma e Provincia
Pam Mack's History of Technology Links
Proyectoyobra.com - Argentina
Real Estate - Welcome from The Mining Company
Recursos a Internet d'Art i Arquitectura de Ramon Soler
Sólo Arquitectura
TECTÓNICA - Spain
tradición moderna
The World-Wide Web Virtual Library: Architecture
ZONE ARCHITECTURE - Contemporary Architecture from Quebec
Surveys and Guides

AAmsterdam Monumenten
Archeire-- Architecture in Ireland
Architecture (Arts)
Bauhaus Architecture in Tel Aviv
Boomtown- Frankfurt
Canadian Centre for Architecture Home Page
ChurchCrawler - United Kingdom
Deutschlands Architektur
Digital Architecture
edinburgharchitecture.co.uk
Gateway to Art History - Gardner's Art Through the Ages
Headsmashers House of Architectural Links
Historic City Center: Old Montreal
International Archive of Women in Architecture
Irish Architectural Archive
Museum Architecture
Ogram's 17th Century New England Links: Images & Facsimilies
Online resources for London architecture
Pevsner Architectural Guides to England, Ireland, Scotland & Wales
Quondam - A Virtual Museum of Architecture
RIBA Library
Russian Art and Architecture
Swiss Federal Institute of Technology, Zürich - Departement und Abteilung für Architektur
A Virtual History of Architecture - from Sweden
The Virtual Study Tour - New Zealand
Miscellaneous

a - n o d e | technology for architects and artists
ARCHINECT - online portfolios, bookstore, links
Architecture Books - Bookstore - architectstore
The ArchitectStore - architecture books and links
BIAS Architecten, Netherlands
Brian Rose - architectural photography (Netherlands)
GABION - architecture writings by Hugh Pearman
Green For New England - Environmental Federation of New England
Harvard University Graduate School of Design
Hong Kong Institute of Architects
LAVA - Lab for architecture
Nederlands Architectuurinstituut
Society of Architectural Historians: Homepage
Return to Index
Interior Design
Period and Style for Designers
The International Theatre Design Archive - Project 2000
SPECSOURCES - The future of interior design.
Image Archives
American Memory All Collections Search
archINFORM - 20th century architecture -- Karlsruhe, Germany
Architecture and Interior Design photographs for 20th c. America: Gottscho-Schleisner Collection
Chicago Architecture and Art Imagebase - U of Ill, Chicago
Columbia Digital Image Access Project DIAP Images
Digital Archive of American Architecture - Boston College
Digital Archive of European Architecture - Boston College
Digital Images of Architecture -- Mary Ann Sullivan, Bluffton College
Exploring Image Collections on the Internet: Resources at MIT and Beyond
The Kidder Smith Images on American Architecture
Lambeth Palace Library - digitized church plans
MIT: Rotch Visual Collections: Films and Videos: Information and Sources at MIT and Beyond
Renaissance and Baroque Architecture - U of VA
SAH imagebank pilot
SPIRO - Architectural searches - UC Berkeley
See also regional and period studies.

The Best Online Architecture Blogs And Websites A selection of the web’s most useful architecture resources A brief introduction to architecture's best website, best news websites, best blogs and a couple of other useful architectural resources

The Best Online Architecture Blogs And Websites
A selection of the web’s most useful architecture resources
A brief introduction to architecture's best website, best news websites, best blogs and a couple of other useful architectural resources



The Internet contains a wealth of information on architecture. Listed here are some of the webs best resources to find news, information, inspiration or just something interesting to read about architecture.
Best Architecture Website
• Arch Daily (www.archdaily.com)
Arch Daily was set up in 2008 with the aim of “delivering the most complete information to architects around the world; every week, every day, every hour, every moment: as soon as it is happening”. The continuously updated site showcases photos, specification and information form two or three completed projects from around the world, each day. The site also contains news of upcoming events and exhibitions, book reviews and an interesting collection of interviews with architects.
Best Architecture Blogs
• BLDG blog (bldgblog.blogspot.com)
The BLDG blog, written by Geoff Manaugh editor of DWELL magazine, is a clean, well-presented blog containing an eclectic mix of posts on architectural related subjects. The posts, which unfortunately only appear every two or three days, are always unique, and always interesting.
• A Daily Dose of Architecture (www.archidose.blogspot.com)
Published by John Hill, an architecture graduate from Kansas State University, A Daily Dose of Architecture promises to deliver “(almost) daily architectural musings and imagery from New York City”. John’s interesting and informative posts have made Archidose reportedly the world’s most visited architecture blog - drawing over four million views since its creation in 2004.
The Best Architecture News Site
• World Architecture News (www.worldarchitecturenews.com)
Created in 2005 World Architecture News (WAN) has established itself as the number one supplier of architectural news. The extremely up to date site supplies daily news and information, complete with pictures, of happenings in the architectural community. WAN also sends out a free weekly e-newsletter each Tuesday containing the news highlights of the week.
• Arch News Now (www.archnewsnow.com)
This very basic site collates architecture stories from the world’s newspapers and some other sites on one page with clickable links to the original articles. Arch News Now also sends out a daily e-newsletter containing the days headlines.
Other Useful Online Architecture Resources
• AJ Notebook (www.ajnotebook.com)
Curated by the editors of the well-respected UK architecture magazine the Architects Journal, this stylish site is a forum for design inspiration. Members can post links to other sites and blogs of interest and the best are hosted on Notebook.
• Archiblog (www.archiblog.info)
Archiblog is a “portal of blogs about architecture” and as such does not host any of its own content. Instead it compiles posts from 318 English language architecture blogs into a daily digest making it a useful database of blog activity.
These are currently some of the webs best international architecture websites and blogs; however, new sites are continuously appearing so always keep an eye out for new, interesting sites. There are also many blogs that focus on individual countries, regions, cities or issues and these often can provide a deeper insight into a specialist subject.

Architecture TopTen link list

1. American Institute of Architects - professional organization
2. architecture lab - online magazine, articles, news, videos, competitions, events
3. Architectural Record - articles, interviews with leading architects, daily news updates, weekly book reviews, plus links to people and products
4. ARCAT - building materials and manufacturers specifications for architectural and spec writing communities
5. McGraw Hill Construction Sweets Network new- resource for manufacturers, products, building materials, downloadable CAD details, specs, green product information, more
6. Great Buildings Online - architecture from Stonehenge to Fallingwater, with images, drawings, 3D models, by Architecture Week
7. Buildipedia.com new- online resource, community, knowledge base for architecture, design, construction related, technologies, information, articles, videos, more
8. Death by Architecture - news, listing of international competitions and many links to resources for architects and designers
9. Sapling.org - UK-based architecture, planning. landscape information gateway
10. architecture.com - London-based site includes the searchable Royal Institute of British Architects library catalog containing more than 150,000 articles
Recommended
• building environments - 3D model archive for architects and interior designers
• Googie Architecture Online - stylish site with news, articles and a gallery of images that capture the ultra-modern era of giant tailfins, tiki gods, boomerang shapes and the promise of Tomorrowland
• e-interiors.net - catalog of main international furnishing companies, a valuable reference for architects, designers and those interested in interior design
• Built in America - Historic American Buildings Survey (HABS) and the Historic American Engineering Record (HAER) document achievements in architecture, engineering, and design in the US and its territories
• Architecture Studies Library - UNLV School of Architecture. Lots of links
• Architects USA - directory of over 30,000 architects
• The Architectural Technologists - dictionary of building terminology, trade names
• ASC Info - over 300,000 pages of UK specific building product information including specifications, CAD details
• arch-library - A to Z listing of architects with basic information, dates, websites, quotations, links of interest, by buscando la aurora
• Notícias de Arquitectura - news, information about architectural work (blog in Portuguese)

Thursday, July 8, 2010

birthday sms

Before the clock strikes twelve let me take the opportunity to let you know that you have grown a year more...
Happy birthday...

This msg has No Fat
No cholesterol n No Addictive
this is all natural except, with a lot of sugar. But it can never be as sweet as the one reading it.Happy Birthday

Its just another day, but this one is the best of the year! Happy Birthday my sweetheart

How do you expect me to remember your birthday, when you never look any older?

Your birthday is the perfect day to say I care, because you will remember me when u certainly make it a big affair and when you do hold a party... I bet you will be the one who would care to make ur special day a costly affair!!!!

Many many happy returns of the day and May u Live long as Long as more Than Devil

Let the GOD decorate each GOLDEN RAY OF THE SUN reaching u with wishes of Success, Happiness and prosperity 4 U, Wish you a super duper Happy Birthday.


Its a nice feeling when you know that someone likes you, someone thinks about you, someone needs you;but it feels much better when you know that someone never ever forgets your birthday."HAPPY BIRTHDAY".


Somebody up there Loves you
Somebody down here cares for you
Happy Birthday!!!

Wishing u a day soft as silk.....
white as milk.....
sweet as honey&full of money.
may all ur dreams come true....
HAPPY BIRTH DAY

Tuesday, June 29, 2010

Rainy Days Poem

Rainy Days
by Frogeeeee

I love the rain in our lives
It reminds me of the times that are special
The times that we take just for ourselves
The times for just you and me and the rain

The gentle rains are the times for our walks
To feel the wetness against our skin, walking together
To laugh and splash like children in the puddles
To kiss and embrace in the sweetness of the rain

The thunderstorms are the times for cozy fires
Resting in my arms and feeling the warmth of desire
Feeling the security of being lost in my love
Listening to the pounding of the rain and our hearts

The lighting flashes across the dark skies
It lights up the room and highlights your smile
You bring a glow to both my heart and my life
Those brief interludes of light illuminate your love

As the thunder outside rumbles ever so near
It is like the love inside me that yearns so near
Building and growing stronger each day
Till like the crash of the thunder, my passion explodes

I love the rain that falls in our lives
I love the feelings that each storm provides
You and I live for each storm that comes by
Oh, my dear, the rain says I love you all over again

Sunday, June 27, 2010

Computer Parts Market Price, Dhaka, Bangladesh





« আগের সংবাদ
বিশ্বকাপ ফুটবলের জন্য টিভিকার্ড ও মিনিটরের বিক্রি বেড়েছে কম্পিউটার বাজারে। তাই টিভি কার্ড ও মনিটরের দাম তুলনামূলক বেড়েছে। এছাড়া দু’একটা যন্ত্রাংশের দাম পরিবর্তন হয়েছে। বাকি সব যন্ত্রাংশের দাম অপরিবর্তিত রয়েছে জানায় বিক্রেতারা। গতকাল শনিবার পাওয়া বিভিন্ন যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো:
প্রসেসর: ইন্টেল কোর আই ৭ (২.৮ গি.হা.) ২৩৫০০ টাকা, ইন্টেল কোর আই ৫ (২.৬৬ গি.হা.) ১৬০০০ টাকা, ইন্টেল কিউ ৯৫০৫ (২.৮৩ গি.হা.) ১৭৫০০ টাকা, ইন্টেল সেলেরন ১.৮ গি.হা. ৩০০০ টাকা। ইন্টেল কোর আই ৩ ২.৯৩ গি.হা. ৯০০০ টাকা কোর আইথ্রি ৩.০৬ গি.হা. ৯৮০০ টাকা। পেন্টিয়াম ডুয়েল কোর ২.৯৩ গি.হা. ৬৩০০, পেন্টিয়াম ডুয়েল কোর ২.৭ ৫২০০ টাকা পেন্টিয়াম ডুয়েল কোর ২.৭ গি.হা. ই ৫৪০০, ৫০০০ টাকা। ইন্টেল কোর টু কোয়াড ৮৪০০- ১৩২০০ টাকা; ২.৬৬ গি.হা. ১৩০০০ টাকা। ইন্টেল কোর টু ডুয়ো কেরাজ ই ৭৫০০ ২.৯৩ গি.হা. ৮৬০০ টাকা। মাদারবোর্ড: ইন্টেল ডিপি ৫৫ ডব্লিউবি এলজিএ ১১৫৬ (ডিডিআরএ) ৯৫০০ টাকা, ইন্টেল ডিএইচ ৫৫ এইচসি ৯৮০০ টাকা। গিগাবাইট এইচ ৫৫-এমএইচটুএইচ (ডিডিআর ৩) ৮০০০ টাকা। ইন্টেল ডিজি৪৫ এসজি ১১০০০ টাকা, ইন্টেল ডিজি ৪৫আইডি ৮২০০ টাকা। ডিজি৪১আরকিউ ৪৪০০ টাকা। ৪১টিওয়াই ৫৬০০ টাকা। ইন্টেল ৪৩জিটি ৬৭০০ টাকা। গিগাবাইট জি ৪১ ইন্টেল টিপসেট ৪২০০ টাকা। আসুস জি ৪১ ৪১০০ টাকা। র‌্যাম: ২ গি.বা. ডিডিআর ২- ৩৮০০ টাকা। ১ গি.বা. ডিডিআর টু ১৯০০ টাকা; ২ গি.বা. ডিডিআর ৩ ৪০০০ টাকা। হার্ডডিস্ক ড্রাইভ: ১৬০ গি.বা. (৭২০০ আরপিএম) ২৯০০ টাকা। ৩২০ গি.বা. ৩৩০০ টাকা। ৫০০ গি.বা. ৪০০০ টাকা। ১ টেরাবাইট ৭০০০ টাকা। পেনড্রাইভ: ২ গি.বা. ৫৫০ টাকা; ৪ গি.বা. ৮০০ টাকা; ৮ গি.বা. ১৩০০ টাকা। এলসিডি মনিটর: স্যামসাং ১৫.৬" ৭৭০০ টাকা। ফিলিপস ১৮.৫" ৮৮০০ টাকা; ডেল ১৮.৫" ৮৮০০ টাকা। স্যামসাং ১৮.৫" ৯৩০০ টাকা। এলজি ১৮.৫" ৮৩০০ টাকা। এইচপি ১৮.৫" ৯২০০ টাকা। স্যামসাং ২১.৫'' ১২১০০ টাকা। গ্রাফিকস কার্ড: গিগাবাইট জিভি ১ গি.বা. ৯৫০০ জিটি ৪৭০০ টাকা। গিগাবাইট পিসিআই এক্সপ্রেস ১ গি.বা. ৯৫০০ জিটি ৪৪০০ টাকা। স্যাফায়ার (এইচডি ৪৮৩০) ৫১২ মে.বা. ২৯০০, এইচডি ৩৪৫০ ৫১২ মে.বা. ২৯০০ টাকা। পিসিআই এক্সপ্রেস ৪৫৫০ এইচডি ৫১২ মে.বা. ৪৮০০ টাকা, এক্সএফএস এক্সপ্রেস ১ গি.বা জিএফ ৯৪০০ জিটি ৪৩০০ টাকা। ফক্সকন জিফোর্স পিসিআই ১০,৫০০ টাকা। ডিভিডি রাইটার/রি-রাইটার: সামসাং ৫২X২৪X৫২এক্স ১৮০০ টাকা এবং আসুস ৫২X৩২X৫২এক্স ২২০০ টাকা, সনি ডিভিডি-আরডব্লিউ ১৯০০ টাকা। ডিভিডি-রম ড্রাইভ: আসুস ১৮এক্স ১,৪০০ টাকা, ১,৩৫০ টাকা এবং বেনকিউ ১৬ এক্স ১৩৫০ টাকা। কেসিং: ১৫০০ থেকে ২২০০ টাকা। মাউস: ১০০ থেকে ৯০০ টাকা। কিবোর্ড: সাধারণ ২৫০ থেকে ৩৫০ টাকা। মাল্টিমিডিয়া ৬০০ টাকা। স্পিকার: ক্রিয়েটিভ ইনস্পায়ার (৫: ১) ৫৩০০ টাকা, (৭: ১) ৯৮০০ টাকা, (৪: ১) ৪৫০০ টাকা, (২: ১) ২৭০০ টাকা। মাইক্রোল্যাব (২: ১) ১৭০০ থেকে ১৮০০ টাকা, (৫: ১) ৪৫০০ টাকা, ক্রিয়েটিভ এসবিএস (এ৩০০) ২৫০০ টাকা, ডিলাক্স ২:১ ১৭০০। জিপিআরএস মডেম: আসুস ইউএসবিটি ৭১০০ টাকা, মবিডাটা ৩৫০০-৪২০০ টাকা (ইউএসবি)। হ্যান (ইউএসবি) ৩২০০ টাকা। টিভিকার্ড: এভারমিডিয়া এক্সটারনাল (ইউএসবি) ৪২০০ টাকা ও ইন্টারনাল ৩২০০ টাকা, গেডমি (ইউএসবি) টিভিকার্ড ২২০০, রিয়ালভিউ এক্সটারনাল (এলসিডি) ২২০০ টাকা ও গেড মি (এলসিডি) ২২০০ টাকা। কে-ওয়ার্ল্ড ২৭ টাকা। প্রিন্টার: ক্যানন পিক্সমা আইপি ২৭০০ ৩১০০ টাকা, এইচপি ১৬৬০ ডেস্কজেট ২৬০০ টাকা, এপসন সি ৫৯ ৩৩০০ টাকা, এইচপিসি পি (লেজার) ১০০৫, ৯২০০ টাকা; লেক্সমার্ক ই ১২০এন ৬৫০০ টাকা, ব্রাদার এইচএল ২১৪০-৭৫০০ টাকা, লেক্সমার্ক অল ইন ওয়ান এক্স ২৬৫০-৪৫০০ টাকা। এমএফসি ৭৩৪০ থেকে ২৩৫০০ স্যামসাং এমএল ১৬৪০ (লেজার) ৫৫০০। ডিজিটাল ফটোফ্রেম: ট্রানসেন্ড ৮৫০০, জিনিয়াস ৭৫০০ টাকা। পোর্টেবল হার্ডডিস্ক: ট্রানসেন্ড (২৫০ গি.হা) ৫১০০ টাকা, (৩২০ গি.হা) ৫৬০০ টাকা, (৫০০ গি.হা) ৮০০০ টাকা, (১ টি বি) ২০৫০০ টাকা। ইউপিএস: ৬৫০ ভিএ ২৫৫০ টাকা, ৮০০ ভিএ ৩০০০ টাকা, ১২০০ ভিএ ৫২০০ টাকা, ২ কেভিএ ১০৫০০ টাকা। রেডফক্স ৬৫০ভিএ ২৮০০ টাকা। অ্যান্টি ভাইরাস: নরটন সিঙ্গেল ইউজার (ইন্টারনেট সিকিউরিটি) ১১০০ টাকা। ক্যাসপারস্কি সিঙ্গেল ইউজার ১১০০ টাকা। —সংগ্রহ: তারিকুর রহমান খান
এখানে শুধু যন্ত্রাংশের দাম দেওয়া হয়েছে। পুরো কম্পিউটার কেনার ক্ষেত্রে যন্ত্রাংশ সংযোজন খরচ ও সার্ভিস চার্জ যুক্ত হবে।

Saturday, June 26, 2010

Fans gather for Michael Jackson death anniversary

Fans gather for Michael Jackson death anniversary

Fifa World Cup 2010, Spain book Portugal date

Pretoria, June 25 (bdnews24.com/AFP) -- David Villa took advantage of a blunder by goalkeeper Claudio Bravo and also set up an Andres Iniesta goal to give Spain a spot in the World Cup last 16 on Friday with a 2-1 victory over 10-man Chile.

Reigning European champions Spain, trying to avoid joining Italy and France on the World Cup scrapheap after an opening loss to Switzerland, won Group H on two wins and six points, edging Chile on superior goal difference.

The Swiss played a goalless draw with Honduras and fell short on four points.

Spain booked a date with Portugal on Tuesday in a last 16 match at Cape Town while Chile will meet five-time champions Brazil on Monday at Johannesburg's Ellis Park.

"The match against Portugal will not be easy," said Spain coach Vicente del Bosque.

"But we are progressing. Fernando Torres played 60 minutes, Iniesta felt fine. We are in good shape. We are under a lot of pressure but we know this by living in Spain."

The Spaniards went ahead in the 24th minute when Villa scored his third goal of the tournament, matching the overall World Cup scoring lead.

Xabi Alonso launched a long pass upfield to the onrushing Fernando Torres with Bravo racing off his line to reach the ball first.

But the ball deflected into the path of uncovered Villa and the new Barcelona striker chipped it back from 40 yards into the open goal as Chile captain Bravo looked on in horror.

In the 37th minute, Villa set up Iniesta and the Barcelona playmaker scored from just inside the area.

Mexican referee Marco Rodriguez sent off Chile midfielder Marco Estrada seconds after the goal, having seen him trip Torres in the build-up to the goal.

But 10-man Chile refused to quit.

Second-half substitute Rodrigo Millar pulled a goal back in the 47th minute, blasting a shot that deflected off the right knee of defender Gerard Pique and past helpless goalkeeper Iker Casillas.

Chile's Esteban Parades was ruled offside in the penalty area in the 80th minute to doom their last real chance.

The match was physical from the start, a crimson-clad crowd of nearly 42,000 roaring as Spain's Red Fury faced a South American side known as The Red.

Rodriguez made three other bookings against Chile in the first 21 minutes, ensuring defenders Gary Medel and Waldo Ponce will not play against Brazil.

For Details: Bdnews24.com

Wednesday, June 23, 2010

share

share

World Cup Summary 1930 to 2006

Fifa World Cup Short History:

বিশ্বকাপ নিয়ে মানুষের পাগলামির শেষ নেই। বাড়ি, গাড়ি থেকে শুরু করে মানুষ তার শরীর পর্যন্ত ঢেকে ফেলছে প্রিয় দলের পতাকায়। নিশ্চই তুমিও ঠিক করে ফেলেছো যে প্রিয় দলটির একটা পতাকা না কিনলেই নয়!

সারা বিশ্বই এখন উত্তেজনা আর অপেক্ষার আগ্রহে কাঁপছে। সেই ১৯৩০ সাল থেকে শুরু করে ২০০৬ পর্যন্ত ১৮ টি বিশ্বকাপের প্রতিটিই পৃথিবীর মানুষের মধ্যে সৃষ্টি করেছে উন্মাদনা। কাজেই ২০১০ সালেও ১৯তম বিশ্বকাপে যে মাতামাতি হবে, আর এমন কি? মানুষের মাতামাতির কি শেষ আছে? যেমন দল নিয়ে, তেমনি প্রিয় খেলোয়াড়কে নিয়েও চলছে এই উন্মাদনা।
MulRochona2705_logo.gif
সেই ১৯০৪ সালের কথা, ফিফার (FIFA- Fédération Internationale de Football Association) জন্ম হয়েছে কেবল, তখনও কিন্তু বিশ্বকাপ শুরু হয়নি। তবে ফিফার চিন্তা ছিলো, একদিন বিশ্বকাপের আয়োজন করবে। অনেকদিন পর, ১৯৩০ সালে প্রেসিডেন্ট জুলে রিমে (Jules Rimet)  সময়ে, সে আশা বাস্তবে পরিণত হলো। উরুগুয়েতে অনুষ্ঠিত হলো পৃথিবীর প্রথম বিশ্বকাপ। আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে বিশ্বকাপ খেলতে এসেছিলো ইউরোপের চারটি দেশ, বেলজিয়াম, ফ্রান্স, রোমানিয়া এবং যুগোকস্লাভিয়া। এছাড়াও দক্ষিণ আমেরিকার টি এবং উত্তর আমেরিকার টি দেশ সহ মোট ১৩ টি দেশ অংশ নিয়েছিলো এতে। প্রথম ম্যাচ হয়েছিলো ফ্রান্স মেক্সিকোর মধ্যে। যাতে ফ্রান্স - গোলে পরাজিত করে মেক্সিকোকে। বিশ্বকাপের প্রথম গোলটি দিয়েছিলেন ফ্রান্সের লুসিয়েন লরেন্ট (Lucien Laurent) প্রথম বিশ্বকাপের ফাইনালে খেলেছিলো, উরুগুয়ে আর আর্জেন্টিনা। উরুগুয়ের রাজধানী মন্টিভিডিও তে এস্তাদিও সেন্তেনারিও (Estadio Centenario) স্টেডিয়ামে উরুগুয়ে আর্জেন্টিনাকে - গোলে হারিয়ে জিতে নিয়েছিলো প্রথম বিশ্বকাপের ট্রফিটি।
MulRochona2705_Muscot.gif
মাঝখানে কয়েকবছর অবশ্য বিশ্বকাপ হয়নি। এর কারণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সারা পৃথিবীর যুদ্ধকালীন অবস্থায় ১৯৪২ এবং ১৯৪৬ সালে আর বিশ্বকাপ আয়োজন সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু সকল মেঘ কাটিয়ে ১৯৫০ সাল থেকে আবার শুরু হয়েছিলো বিশ্বকাপের মনমাতানো আসরটি। এরপর থেকে নিয়মিত বছর পর পর অনুষ্ঠিত হতে থাকে বিশ্বকাপ ফুটবল।

বিশ্বকাপ ফুটবলের বর্ণিল ঐতিহ্য নিয়ে কথা বলতে শুরু করলে শেষ কবে হবে বলা যায় না। তাই তো আজ তোমাদের সঙ্গে গত দশটি বিশ্বকাপের গল্প করবো। চলো শুরু করি।


রঙীন পর্দায় বিশ্বকাপ
MulRochona2705brazil_1970.gif
১৯৭০ সালেই প্রথমবারের মতো মানুষ টেলিভিশনের রঙীন পর্দায় খেলা দেখার সুযোগ পায়। সারা পৃথিবীতে সেই সময় প্রায় এক কোটি মানুষের সামনে রঙীন খেলা সম্প্রচারের সিদ্ধান্ত হয়। এর আগে অবশ্য ১৯৫৪ সাল থেকে সাদাকালো পর্দায়ই খেলা দেখেছে মানুষ। শুধু তাই না, প্রথম হলুদ বা লাল কার্ডের প্রচলনও হয় এই বিশ্বকাপেই। নিয়ম করা হয় প্রতিটি দল এক ম্যাচে দুজন করে বদলি খেলোয়াড় খেলাতে পারবে। মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল - গোলে হারিয়েছিলো ইতালিকে। ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপে পেলে আঘাত পাবার পর সবাই ভেবেছিলো পেলে বুঝি আর খেলতে পারবেন না। সব অনুমান আর ধারণাকে ভুল প্রমাণিত করে এই বিশ্বকাপে পেলে আর ব্রাজিলের দৃষ্টিনন্দন ফুটবল শৈলী, সারা পৃথিবীর মানুষের মনে দাগ কেটে গিয়েছিলো। ব্রাজিলের খেলোয়াড়দের আক্রমণভাগকে সর্বকালের সেরা বলে আখ্যায়িত করা হয়। ১৯৭০ সালেই প্রথম দল হিসেবে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতে ব্রাজিল আর এরই স্বীকৃতি-স্বরূপ ব্রাজিলকে এই বিশ্বকাপ ট্রফিটি একেবারেই দিয়ে দেয়া হয়। সাধারণত একবার বিশ্বকাপ জেতার পরে একটি দল চার বছরের জন্য, অর্থা পরবর্তী বিশ্বকাপ না হওয়া পর্যন্ত ট্রফিটি রাখার সুযোগ পায়।
 

নতুন ট্রফির বিশ্বকাপ
MulRochona2705_germany_1974.gif
১৯৭০ সালের চার বছর পর ১৯৭৪ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিলো পশ্চিম জার্মানিতে। এর আগের বার যেহেতু ট্রফিটি একেবারেই দিয়ে দেয়া হয়েছিলো ব্রাজিলকে, এবারে তাই নতুন করে কাপ তৈরির প্রয়োজন পড়ে। এই ট্রফির নাম দেয়া হয়ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি (FIFA World Cup Trophy)” তাহলে আগেরটার নাম কি ছিলোআগের ট্রফির নাম ছিলো, “জুলে রিমে ট্রফি (Jules Rimet Trophy)” এর নাম দেয়া হয় ফিফার প্রেসিডেন্ট জুলে রিমে নামে, যার সময় থেকে বিশ্বকাপ খেলা শুরু হয়েছিলো। এই বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানি নেদারল্যান্ডকে - গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ জিতে নেয়। নেদারল্যান্ড ছিলো সে সময়কার ফেভারিট। ফাইনাল খেলায় জার্মানিকে নিয়ে ডাচরা ইঁদুর-বেড়াল খেলা শুরু করে দিয়েছিলো। কিন্তু অধিনায়ক ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের অসাধারণ নৈপুণ্যে জার্মানি এই অসাধ্য সাধন করে।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়
MulRochona2705argentina.1978.gif
১৯৭৪ সালের ফাইনালে জার্মানির কাছে হেরে ট্রফির খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছিলো নেদারল্যান্ডকে। সন্তুষ্ট থাকতে হয়েছিলো রানার-আপ হয়েই। ১৯৭৮ সালে তাদের প্রতিজ্ঞা ছিলো বিশ্বকাপ জিতেই ঘরে ফেরার। কিন্তু বাস্তবে তা আর হলো না। আর্জেন্টিনায় অনুষ্ঠিত এই বিশ্বকাপের ফাইনালে তাদের আবারও বিদায় নিতে হলো রানার আপ হয়েই। কে তবে নেদারল্যান্ডের স্বপ্ন চুরমার করে দিয়েছিলো? প্রথম বারের মতো বিশ্বকাপ জিতে এই কাজটি করেছিলো আর্জেন্টিনা। খেলায় প্রথমে - গোলের সমতাই ছিলো, পরে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। অতিরিক্ত সময়ে দুইটি গোল করে আর্জেন্টিনা। আর্জেন্টিনার মারিও কেম্পেস ফাইনালে দুই গোল করেছিলেন। এতে তার পুরো বিশ্বকাপে গোল সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিলো ছয় এ। কেম্পেস পেলেন গোল্ডেন বুট আর আর্জেন্টিনাকে - গোলের জয় এনে দিলেন নেদারল্যান্ডের বিপক্ষে।

MulRochona2705_Italy_1982.gif
পাওলো রসি বিশ্বকাপ

১৯৮২ সালের বিশ্বকাপের পুরোটুকুই একজনের সাফল্যের গল্প। তিনি হলেন পাওলো রসি। শোনো তবে সেই গল্প। স্পেনে হয়েছিলো এই বিশ্বকাপ। দুই বছর ম্যাচ পাতানোর দায়ে নিষিদ্ধ থাকার পর ইতালির মূল দলে খেলার সুযোগ পেয়েছিলেন পাওলো রসি। পাওলো রসিই পুরো বিশ্বকাপে ছয় গোল করে ইতালিকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। সেই ১৯৩৮ সাল থেকে ৪৪ বছর পর পশ্চিম জার্মানিকে - গোলে হারিয়ে এই বিশ্বকাপ জিতে নিয়েছিলো ইতালি। ব্রাজিল, আর্জেন্টিনা আর পশ্চিম জার্মানির মত বিশ্বকাপ জেতা দলকে হারিয়ে সেরা হওয়া কিন্তু যে সে ব্যাপার না। আর পুরো বিশ্বকাপে অসাধারণ খেলা দেখিয়ে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি এবং সবচে বেশি গোল করার জন্য গোল্ডেন বুট পেয়েছিলেন রসি। ইতালিও এই বিশ্বকাপ জিতে তিনবার বিশ্বকাপ জেতা দল ব্রাজিলের সমান হয়েছিলো। ১৯৮২ সালের বিশ্বকাপে খেলেছে ২৪ টি দল। ১৯৩৪ সালের পর থেকে এর আগের বিশ্বকাপ পর্যন্ত খেলে এসেছে ১৬ টি দল
ফুটবলের ঈশ্বর
MulRochona2705_argentina_1986.gif
১৯৮৬ সালে দ্বিতীয় বারের মতো স্বাগতিক দেশ মেক্সিকো। এই বিশ্বকাপেই আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনাকে চিনলো সারা পৃথিবীর মানুষ। ট্যাকল আর ড্রিবলের অসাধারণ শৈল্পিক কারুকাজ তাকে সারা পৃথিবীর মানুষের কাছে প্রিয় করে তুললো। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলায় ম্যারাডোনার একটি গোল নিয়ে বিতর্ক চলে আসছে আজ অব্দি। সেই গোলটির সময় ম্যারাডোনার হাত লেগে যায় বলে। প্রকৃত অর্থে যা হ্যান্ডবল। কিন্তু রেফারি তা দেখতে না পাওয়ায় হ্যান্ডবল হিসেবে তা ধরা হয়নি। ফলে গোল হয়ে যায়। এই হাতটিকে পরে ম্যারাডোনা নিজেই ঈশ্বরের হাত বলেছেন। তবে তার অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের কারণে পৃথিবীর মানুষ তাকে ভালোবেসে নাম দিলেন ফুটবলের ঈশ্বর। সেবার ম্যারাডোনা পেয়েছিলেন সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। ফাইনালে আগের বারের ফাইনালিস্ট জার্মানিও ছিলো। কিন্তু ম্যারাডোনার অসাধারণ নৈপুণ্যে এই বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানিকে - গোলে হারিয়ে বিশ্বকাপটি নিজেদের করে নেয় আর্জেন্টিনা।
MulRochona2705_Germany_1990.gif
প্রতিশোধের বিশ্বকাপ

ইতালি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করে ১৯৯০ সালে। এর আগের দুই বিশ্বকাপে জার্মানিকে রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিলো। এই বিশ্বকাপটি ছিলো তাদের জন্য অনেক আশার। ভাগ্যের ফেরে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে সেই আর্জেন্টিনাকেই পেয়ে গেলো জার্মানি। বিশ্বকাপটি হয়ে গেলো তাদের জন্য প্রতিশোধের বিশ্বকাপ। আর্জেন্টিনাকে - গোলে হারিয়ে একদম মোক্ষম জবাবটি দিয়ে দিলো জার্মানি। নিয়ে নিলো চার বছর আগের প্রতিশোধ। ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের জন্যও বিশ্বকাপটা হয়ে থাকলো স্মরণীয়। এর আগে বিশ্বকাপ জিতেছিলেন অধিনায়ক হিসেবে, এবার নিলেন কোচ হিসেবে। এই বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে ক্যামেরুন কোয়ার্টার ফাইনালে ওঠে। তবে একটা দুঃখজনক ঘটনা ঘটে যায় এবার। চিলি আর ব্রাজিলের মধ্যকার খেলায়, চিলির গোলরক্ষক রোজাস তার গ্লাভসের মধ্যে রাখা ব্লেড দিয়ে নিজেই আহত হন। এটা ধরা পড়ার পর চিলিকে ১৯৯৪ সালের বিশ্বকাপ থেকে বাতিল করা হয়। আর রোজাস কে ১২ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়


ইতালির দুঃখ, ব্রাজিলের হাসি
MulRochona2705_brasil_1994.gif
মার্কিন যুক্তরাষ্ট্র আয়োজন করে ১৯৯৪ সালের বিশ্বকাপ। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসে, গ্রিস, নাইজেরিয়া, নরওয়ে, সৌদি আরব রাশিয়া। তিন তিন বার বিশ্বকাপ জয়ী দুই দল ব্রাজিল ইতালি এবার ফাইনালে। কে জিতবে এই নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলে। যে জিতবে চার বার বিশ্বকাপ জয়ের রেকর্ড তার। টান টান উত্তেজনার ফাইনালে প্রচুর দর্শক। সবাইকে অপেক্ষায় রেখে নির্দিষ্ট ৯০ মিনিটের খেলা শেষ হয়  গোলশূণ্যভাবে। আরও ধৈর্য্যরে পরীক্ষা নিতে অতিরিক্ত সময়ও পার হলো, কিন্তু কোন দলই গোল পেলো না। শেষ পর্যন্ত টাইব্রেকারে খেলা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিল টাইব্রেকারে - গোলে হারালো ইতালিকে। ইতালির দুঃখ নিয়েই শেষ হলো বিশ্বকাপ। সেরা খেলোয়াড় হন ব্রাজিলের রোমারিও। গোল্ডেন বুট পান সর্বোচ্চ গোলদাতা দুই জন, বুলগেরিয়ার রিস্টো স্টোইকভ এবং রাশিয়ার ওলেগ সালেঙ্কো।

এছাড়াও বেশ কয়েকটি দুঃখজনক ঘটনা ঘটে এই বিশ্বকাপে। ডিয়েগো ম্যারাডোনাকে নিষিদ্ধ করা হয় শক্তি-বর্ধক ড্রাগ নেয়ার দায়ে। কলম্বিয়ার খেলোয়াড় আন্দ্রেস এসকোবার, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আত্মঘাতী এক গোল করে কলম্বিয়াকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয়। এর ১০ দিন পরেই তাকে হত্যা করা হয়। তবে বিশ্বকাপে মনে রাখার মতো কিছু ঘটনাও আছে। বিশ্বকাপেই রাশিয়ার ওলেগ সালেঙ্কো ক্যামেরুনের বিপক্ষে এক ম্যাচে গোল করেন। বিশ্বকাপে এক ম্যাচে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ।
MulRochona2705_france-98.gif
ফ্রান্সের স্বপ্নপূরণ

ফ্রান্সে অনুষ্ঠিত ১৯৯৮ সালের বিশ্বকাপে প্রথম থেকে ফেভারিট দল ছিলো ব্রাজিল। ফেভারিট হিসেবেই তারা উঠে যায় ফাইনাল পর্যন্ত। সঙ্গী তাদের দারুণ ফর্মে থাকা রোনাল্ডো এবং গতবারের আত্মবিশ্বাস। কিন্তু ফাইনাল ম্যাচে যেনো অন্যকিছু ঘটে গেলো। ফ্রান্সের অধিনায়ক জিনেদিন জিদানের অসাধারণ নৈপুণ্যে ব্রাজিলকে - গোলে হারিয়ে প্রথম বিশ্বকাপ শিরোপা পেলো ফ্রান্স। পুরো বিশ্বকাপে অসাধারণ খেলা প্রদর্শনের জন্য রোনাল্ডো সেরা খেলোয়াড় নির্বাচিত হলেও, ফাইনালে তিনি তেমন কিছুই করতে পারেন নি। এই বিশ্বকাপেই সবাইকে চমকে দিয়ে প্রথমবারের মতো খেলতে এসেই তৃতীয় স্থান লাভ করে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার ডেভর সুকার ছয় গোল দিয়ে গোল্ডেন বল পেয়ে যান।
ব্রাজিলের পেন্টা জয়
MulRochona2705_brasil_2002.gif
এতোদিন শুধু অন্য মহাদেশগুলোতেই বিশ্বকাপ হয়েছে। ২০০২ সালেই প্রথমবারের মতো বিশ্বকাপ অনুষ্ঠিত হয় এশিয়ায়। জাপান আর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়েছিলো এই বিশ্বকাপ।  এই বিশ্বকাপে বাছাই পর্বের খেলায় টোগোর খেলোয়াড় সুলেমান মামাম সর্বকণিষ্ঠ খেলোয়াড় হিসেবে খেলতে আসেন। সুলেমানের বয়স কতো ছিলো জানো? মাত্র ১৩ বছর ৩১০ দিন। অবশ্য টোগো শেষ পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি। এই বিশ্বকাপে জার্মানিকে - গোলে হারিয়ে জিতে যায় ব্রাজিল। এই কাপ জেতার ফলে পঞ্চমবারের মতো শিরোপা জয় করে নিজেদের এক অনন্য উচ্চতায় নিয়ে যায় ব্রাজিল। আগের বিশ্বকাপের ফাইনালে ম্রিয়মাণ রোনাল্ডো এই বিশ্বকাপে ঠিকই তার নৈপুণ্যের পসরা খুলে ধরেন। গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরষ্কারটিও করে নেন নিজের
MulRochona2705_Italy_2006.gif

ইউরোপের বিশ্বকাপ

২০০৬ সালের বিশ্বকাপে পুরোটা সময় জুড়েই ছিলো ইউরোপের দেশগুলোর জয়জয়কার। জার্মানিতে অনুষ্ঠিত হয়েছিলো ২০০৬ সালের বিশ্বকাপ। শেষ চারেও ছিলো ইউরোপের চারটা দেশ- ইতালি, ফ্রান্স, পর্তুগাল আর জার্মানি। পর্তুগালকে - গোলে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করেছিলো জার্মানি। ফাইনাল হয়েছিলো ইতালি আর ফ্রান্সের মধ্যে। খেলা গড়ায় টাইব্রেকার পর্যন্ত। এর আগে ১৯৯৪ সালের ফাইনালে টাইব্রেকারে ব্রাজিলের কাছে হেরে গেলেও এবারে কিন্তু ইতালি আর ভুল করেনি। ফ্রান্সকে - গোলে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় তারা। ইতালির কোচ মার্সেলো লিপ্পি আর অধিনায়ক ফাবিও ক্যানাভারোর অনবদ্য অবদানেই চতুর্থ বারের মত শিরোপা লাভ করে ইতালি। সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান জিনেদিন জিদান। আর সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন গোল করা জার্মানির মিরোস্লাভ ক্লোসা। এই বিশ্বকাপের ফাইনালে একটা মজার ঘটনা ঘটেছিলো। ফ্রান্সের অধিনায়ক জিনেদিন জিদান, ইতালির মার্কো মাতারাজ্জির বুকে মাথা দিয়ে গুতো দেবার কারণে শেষ দশ মিনিট মাঠের বাইরেই ছিলেন।

এবারের ১৯ তম বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে ১১ জুন১০ থেকে ১১ জুলাই১০ পর্যন্ত। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের মাধ্যমেই প্রথমবারের মতো কোনো আফ্রিকান দেশে বিশ্বকাপ হতে যাচ্ছে এবার। ফিফার ২০৪ টা দেশের মধ্যে বাছাই পর্ব পার করে এসেছে ৩২ টা দল। মোট ৬৪ টি ম্যাচ হবে বিশ্বকাপে, যার মধ্যে গ্রæ পর্যায়েই হবে ৪৮ টি। কাজেই এখন দেখার অপেক্ষা কে জেতে এবারের বিশ্বকাপ। কাজেই খেলা শুরু হবার সঙ্গে সঙ্গেই কোনো দেরি না করে বসে যাও খেলা দেখতে