Sunday, August 1, 2010

ক্যাস্পারস্কী trial versionকে বানিয়ে ফেলুন full version

ক্যাস্পারস্কী সবচেয়ে কাজের এন্টিভাইরাস সফটওয়্যার ভাইরাস এটা সবাই জানেন।কিন্তু এটি ব্যবহার করতে হলে আপনাকে যথেষ্ট পয়সা খরচ করতে হয়।তবে একটু মাথা খাটালেই আপনি বিনা পয়সায় এর সব সুবিধাসহ ট্রাইল ভার্সন (৩০ দিনের জন্য) ব্যবহার করতে পারেন। ট্রায়াল ভার্সন মেয়াদ বৃদ্ধি করবে এ রকম একটি সফটওয়্যারের কথাই বলবো। সফটওয়্যারটি http://www.mediafire.com/download.php?dnziywgnzgm থেকে ডাউনলোড করে নিন। এরপর যা করতে হবে:

১. আপনার পিসির টাস্কবার থেকে ক্যাস্পারস্কী আইকনের উপর ক্লিক করে settings এ ক্লিক করুন।
২. বামদিকে অপশন এ ক্লিক করে ডানদিকে Enable Self-Defense টিক চিহ্ন উঠিয়ে দিন।
৩. ডাউনলোড করা Kaspersky Trial Re-setter এ ডাবল ক্লিক করে ওপেন করুন।
৪. Install বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ পর কম্পিউটার রিস্টার্ট চাইবে। Yes বাটনে ক্লিক করে রিস্টার্ট করুন ।
৫. পুনরায় পিসি চালু হবার পর টাস্কবারের ক্যাস্পারস্কী আইকনে ক্লিক করুন এবং এটি License এ ক্লিক করে Active New License এ ক্লিক করুন।
সবশেষে ইন্টারনেট সংযোগ দিয়ে Activate Beta License ক্লিক করুন।
আপনার কাজ শেষ।এভাবে ট্রায়াল ভার্সনকে ফুল ভার্সন হিসেবে ব্যবহার করুন key সংগ্রহ না করেই।

No comments:

Post a Comment