Sunday, August 1, 2010

Make Icon with your own image

উইন্ডোজের একঘেয়ে আইকন দেখে বিরক্ত হয়ে গেছেন ? ইচ্ছে করছে নিজের ছবি দিয়ে আইকন বানাতে ? তাহলে আপনার দরকার ‘ইমেজ আইকন’ নামের একটি সফটওয়্যার।মাত্র ১.০১ মেগার এই সফটওয়্যারটি http://ziddu.com/download/9779577/Imagicon-www.biggani.tk.exe.html থেকে ডাওনলোড করে নিন।

সফটওয়্যারটির ব্যবহারবিধিও খুব সহজ।আপনাকে তেমন কিছু করতে হবে না।শুধু যে ছবিটির আইকন তৈরী করতে চান সেটি মাউস দিয়ে ড্রাগ করে ‘ইমেজ আইকন’এর উপর ছেড়ে দিন।তাহলেই স্বয়ংক্রীয়ভাবে আইকন তৈরী হয়ে যাবে।

1 comment: